Views Bangladesh Logo

জাতীয় স্বার্থে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করবে বিএনসিসি সদস্যরা: ডিজি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন, প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা দেশের বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করতে সক্ষম হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মসউদ বলেন, ‘বিএনসিসি সদস্যরা সবসময় দেশের সেবায় প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পে প্রাপ্ত বহুমুখী প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করা গেলে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সফল হবে।’

অনুষ্ঠানে ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাহ, ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্সসহ অন্যরা উপস্থিত ছিলেন।

১০ দিনের এই ক্যাম্পে ১০ জেলার ৬০০ বিএনসিসি সদস্য বিভিন্ন কার্যক্রমে অংশ নেন, যার মধ্যে প্যারেডও অন্তর্ভুক্ত ছিল।

ব্রিগেডিয়ার জেনারেল মসউদ ক্যাম্পে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ