মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের ব্যাংকাস্যুরেন্স বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ঢাকার মহাখালীতে অবস্থিত তাদের কার্যালয়ে ব্যাংকাস্যুরেন্স সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছিল।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের (এলআইসি বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাশ্বত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ বীমা একাডেমির প্রধান অনুষদ সদস্য এস.এম ইব্রাহিম হোসাইন।
প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান এবং প্রধান ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন, ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ এবং বীমা একাডেমির অনুষদ সদস্য এ. এইচ. এম, নাজমুছ শাহাদাৎ, মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে