ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেতের মধ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে মোংলায় ট্রলারডুবি
বাগেরহাটের মোংলা নদীতে অন্তত ৮০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে জারি করা ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই রোববার (২৬ মে) সকাল সোয়া ৯টার দিকে মোংলা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
স্থানীয়রা জানান, রোববার ভোর থেকে এ নদীতে ট্রলারে করে শত শত যাত্রী পার হয়েছে। যার অধিকাংশ ইপিজেডের ‘ভিআইপি’ নামের একটি কারখানার শ্রমিক। প্রত্যেকটি ট্রলারে ৭০-৮০ জন যাত্রী ছিল।
এ বিষয়ে ভিআইপি কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, ৭ নম্বর বিপদসংকেত জারি হওয়ার পর কারখানা বন্ধ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে মোংলা নদী পারাপার ট্রলার মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম বাবুল সংবাদমাধ্যমকে বলেন, যাত্রীরা লাফিয়ে লাফিয়ে ট্রলারে উঠে পড়লে আমাদের কি করার আছে।
এ ব্যাপারে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, ট্রলার দুর্ঘটনার পর খোঁজ-খবর রাখছি। কোনো যাত্রী নিখোঁজ আছে কি না, সে বিষয়ে পৌরসভার সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে