ভারত-পাকিস্তান বিবাদের প্রভাব পড়বে বাংলাদেশসহ আঞ্চলিক রাজনীতিতে
ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই কাশ্মীর, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক বিভাজনকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যদি নতুন করে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তবে শুধু ভারত ও পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের ওপর এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। অর্থনীতি, নিরাপত্তা, শরণার্থী সমস্যা, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা- সব ক্ষেত্রেই বাংলাদেশকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।