Views Bangladesh

Views Bangladesh Logo

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে চলাচলে বিধিনিষেধ আরোপ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা ও মহনপুর উপ-বিভাগের সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলে ৫০০ মিটারের মধ্যে রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম)। এই নিষেধাজ্ঞা রবিবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কিছু বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বা ভারতের অন্যান্য রাজ্যে পালানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন।

পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট ডা. বিশাল কুমার বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে যে দুষ্কৃতীরা ভারত-বাংলাদেশ সীমান্তের বিশাল এলাকা ব্যবহার করে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘মানুষের জীবন ও শৃঙ্খলা রক্ষার জন্য সীমান্ত এলাকায় বিশেষ সময়ে চলাচল সীমিত করা প্রয়োজন।’

তবে নিরাপত্তা বাহিনী, দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা এবং জরুরি সেবা প্রদানকারীদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

কোনো ধরনের বিধি লঙ্ঘন হলে তা ভারতীয় দণ্ডবিধির ২২৩ ধারার অধীনে আইনি ব্যবস্থা গ্রহণের উপযোগী হবে বলে কুমার উল্লেখ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ