ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, লরি চলাচল বন্ধ
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ঈদ-উল-ফিতরের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে ট্রাক, ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং জরুরি ওষুধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
পাশাপাশি, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য দেশের সব সড়কে ৭ দিন আগে ও ঈদের পরের ৩ দিন নির্মাণকাজও বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে সাধারণ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, “যান চলাচল স্বাভাবিক রাখতে সকল সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের ৭ দিন আগে থেকে ঈদের পর ৩ দিন পর্যন্ত সড়কে নির্মাণকাজ বন্ধ থাকবে।”
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ও শ্রমিক পরিবহন নেতা শাহজাহান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে