Views Bangladesh

Views Bangladesh Logo

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প-বাইডেন বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে যাচ্ছেন।

শনিবার হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এই ধরনের বৈঠক সাধারণত বিদায়ী ও নতুন প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠিত হয়।

তবে ২০২০ সালের নির্বাচনের পর ট্রাম্প তার হার না মেনে তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে এমন কোনও বৈঠকের জন্য আমন্ত্রণ জানাননি। এবার ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে লড়াই করে বিজয়ী হয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। ট্রাম্প হচ্ছেন গ্রোভার ক্লিভল্যান্ডের পর প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বার নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন গত বুধবার ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে ওভাল অফিসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বৈঠক সকাল ১১টায় নির্ধারিত হয়েছে। বাইডেন বৃহস্পতিবার এক ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ও তার প্রশাসন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ট্রাম্পের দলের সঙ্গে কাজ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ