Views Bangladesh Logo

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকেই দায়ী করছেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিয়েভের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগে তিনি ‘হতাশ’ হয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এড়ানো সম্ভব ছিল যদি কিয়েভ ‘একটি সমঝোতায়’ পৌঁছাতে পারত’। তিনি দাবি করেন, ইউক্রেনের উচিত ছিল যুদ্ধ শুরুর আগেই একটি চুক্তিতে পৌঁছানো।

‘আমি খুব হতাশ, শুনছি তারা (ইউক্রেন) আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ,’ বলেন ট্রাম্প। ‘আজ শুনলাম তারা বলছে, 'ওহ, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।' কিন্তু তিন বছর ধরে তো তোমরা আছো... এটি শুরুই করা উচিত হয়নি। তোমরা একটি চুক্তি করতে পারতে,’ যোগ করেন তিনি।

এদিকে, ফ্লোরিডায় এক বক্তব্যে ট্রাম্প জেলেনস্কির ওপর নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়ান— যা মস্কোর অন্যতম প্রধান দাবি।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, মাস শেষ হওয়ার আগেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ফলে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার জেলেনস্কি শান্তি আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘যুদ্ধ বন্ধের প্রচেষ্টা ‘ন্যায়সঙ্গত’ হওয়া উচিত এবং এতে ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ত থাকা প্রয়োজন’’।

জেলেনস্কি বলেন, ‘আলোচনা চলছে, যেখানে রাশিয়ার প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অংশ নিচ্ছেন। ইউক্রেনের বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু ইউক্রেনকে বাদ দিয়ে’।

তার এই মন্তব্যের পর ট্রাম্প আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে দায়ী করে একের পর এক সমালোচনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ