ট্রাম্পের হবু মন্ত্রী ও প্রশাসনের কয়েকজনকে বোমা হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু প্রশাসনে মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন ব্যক্তি ও তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে এ হুমকি দেয়া হয়। এছাড়াও ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।
এফবিআই জানিয়েছে, বোমা হামলা এবং সোয়াটিংয়ের এমন বেশ কয়েকটি হুমকির বিষয়ে তারা অবগত। হুমকিগুলোকে তারা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
বিবিসি জানায়, নিউইয়র্ক রাজ্যের রিপাবলিকান ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত এলিস স্টেফানিক বোমা হামলার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন।
একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমার। হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ।
বোমা হামলার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে