ক্যাপিটল হিলে হামলা: ১,৫০০ আসামি ক্ষমা করলেন ট্রাম্প
ক্যাপিটল হিলে হামলায় ঘটনায় জড়িত ১ হাজার ৫০০’র বেশি আসামিকে ক্ষমা প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার লক্ষ্য ছিল ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া।
এএফপি জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চলমান সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প।
ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাউড বয়েজের সাবেক নেতা এনরিক টারিও। সামরিক কায়দায় ক্যাপিটল হিলে পরিচালিত হামলার দায়ে তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়াও আরেকজন চরম-ডানপন্থী গোষ্ঠী দ্য ওথ কিপারসের নেতা স্টুয়ার্ট রোডসও মুক্তি পান। মুক্তি পাওয়ার আগে তার ১৮ বছরের সাজা কমিয়ে দেয়া হয়েছিল। তারা দুজনেই রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।
হোয়াইট হাউসে এক স্বাক্ষর অনুষ্ঠানে দাঙ্গাকারীদের "জিম্মি" আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ১,৫০০-র বেশি আসামিকে ‘সম্পূর্ণ ক্ষমা’ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি তারা আজ রাতেই মুক্তি পাবে।’
এদিকে নির্বাচনে জয়লাভের আগে অভিযোগ উঠেছিল, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচনী বিজয় ব্যাহত করার জন্য কংগ্রেসের ওপর হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেই ঘটনায় মোট ১,৫৮৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
তবে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যারা এই হামলায় অংশ নিয়েছে তাদের ‘দেশপ্রেমিক’ এবং ‘রাজনৈতিক বন্দি’ বলে অভিহিত করে ক্ষমা করবেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে