Views Bangladesh Logo

শি’র সঙ্গে ফোনালাপের পর চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্প্রতিক ফোনালাপকে ‘বন্ধুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার দায়িত্ব গ্রহণের আগে যে ফোনালাপটি হয়েছিল তা ফলপ্রসূ ও আন্তরিক ছিল।

ট্রাম্প আরও উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন যে, ন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে চীনের সঙ্গে একটি চুক্তি করতে পারেন।

ফোনালাপকালে বিশ্বের এই দুই বৃহৎ নেতা বাণিজ্য, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক এবং তাইওয়ান নিয়ে উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

এদিকে সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে কথা বলছেন ট্রাম্প। তিনি মেক্সিকো এবং কানাডার মাধ্যমে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে নির্বাচনি প্রচারণার সময় চীনা পণ্যের ওপর যে শুল্ক আরোপের হুমকি তিনি দিয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে কার্যকর করেননি।

শুল্ক আরোপের বিষয়েও তার অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘চীনের ওপর আমাদের একটি বড় ক্ষমতা রয়েছে এবং তা হলো শুল্ক। তারা (চীন) তা চায় না। আমিও এটি প্রয়োগ করতে চাই না। তবে চীনের ওপর আমাদের একটি বিশাল ক্ষমতা রয়েছে।’

জানা গেছে, প্রযুক্তি, বাণিজ্যিক নীতি এবং টিকটকের মতো চীনা মালিকানাধীন কোম্পানিগুলোর সঙ্গে নিরাপত্তা উদ্বেগসহ বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপড়েন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ