জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদে তুলসি গ্যাবার্ডকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সাবেক ডেমোক্র্যাট তুলসি গ্যাবার্ডের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন ও এপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২২ সালে ডেমোক্র্যাট দল থেকে বেরিয়ে আসনে তুলসি এবং চলতি বছরের শুরুর দিকে তিনি ট্রাম্পকে সমর্থন জানান। ট্রাম্পের নির্বাচনি প্রচারণাতেও ছিলেন তুলসি। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি বিতর্কের সময় ট্রাম্পকে সাহায্য করেন তুলসি।
এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তুলসি গ্যাবার্ড একজন অভিজ্ঞ এবং এক সময়ের ডেমোক্রেটিক হোয়াইট হাউসের প্রতিযোগী। আমাদের গোয়েন্দা সম্প্রদায়ের কাছে তার বর্ণাঢ্য কর্মজীবন সাহস যোগাবে।
গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে মনোনীত করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তুলসি। তিনি বলেছেন, মার্কিন জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগের জন্য ধন্যবাদ। আমি কাজ করার অপেক্ষায় রয়েছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে