ট্রাম্পের আসন্ন সৌদি সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির সম্ভাবনা: রয়টার্স
ট্রাম্প প্রশাসন আগামী মে মাসে সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বৃহৎ অস্ত্রচুক্তি ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রিয়াদ সফরের সময় এই চুক্তি ঘোষণা করতে পারেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদার কোম্পানিগুলোর এক বড় অংশ অংশগ্রহণ করবে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লকহিড মার্টিন, আরটিএক্স কর্পোরেশন (সাবেক রেথিয়ন টেকনোলজিস), বোয়িং, নর্থরপ গ্রুম্যান ও জেনারেল অ্যাটমিক্স।
চুক্তির মাধ্যমে সৌদি আরবকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে- যার মধ্যে থাকবে পরিবহন বিমান, নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার সিস্টেম ও নজরদারি ড্রোন।
প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এই সম্পর্কের মূল ভিত্তি হলো নিরাপত্তা সহযোগিতা, যা আমরা অব্যাহত রাখব।’
এছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে, লকহিড মার্টিন সৌদি আরবকে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ও রাডার প্রযুক্তি সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। জেনারেল অ্যাটমিক্সের তৈরি এমকিউ-৯বি ‘সি গার্ডিয়ান’ ড্রোন এই চুক্তির অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই আলোচনা ২০১৮ সাল থেকেই চলমান রয়েছে।
লকহিড মার্টিন জানিয়েছে, সব ধরনের আন্তর্জাতিক সামরিক বিক্রি সরকারের মাধ্যমে পরিচালিত হয় এবং সৌদি আরবের জন্য নির্দিষ্ট অস্ত্র প্যাকেজের বিষয়ে বিস্তারিত তথ্য তারা মার্কিন সরকারের কাছে সরবরাহ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে