প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই বেশ কিছু নির্বাহী আদেশ জারির প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম দিনেই বেশ কিছু নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগের দিন তিনি বলেছিলেন, শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ‘ঐতিহাসিক গতি এবং শক্তি দিয়ে’ কাজ শুরু করবেন।
ওয়াশিংটন ডিসিতে একটি ‘বিজয় সমাবেশে’ হাজারো সমর্থকের সামনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প তার আগামী চার বছরের কর্মপরিকল্পনার একটি আভাস দেন এবং নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তার বিজয় উদযাপন করেন।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা আমেরিকাকে প্রথমে রেখেছি এবং সবকিছু আগামীকাল থেকে শুরু হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আগামীকাল আপনারা টেলিভিশন দেখার অনেক মজা পাবেন।’
নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাইডেন প্রশাসনের সব উদ্ভট এবং বোকামিপূর্ণ নির্বাহী আদেশ আমার শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করা হবে।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, রিপাবলিকান পার্টি নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন বিষয়ে একতরফাভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালানো, পরিবেশগত বিধিনিষেধ কমানো এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি কর্মসূচি বন্ধ করা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ২০০টিরও বেশি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প। এর মধ্যে থাকবে আইনি বাধ্যতামূলক নির্বাহী আদেশ এবং অন্যান্য রাষ্ট্রীয় নির্দেশনার মতো ঘোষণা।
ওই সমাবেশে ট্রাম্প আরও জানান, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম জোরদার করার জন্য নতুন একটি সরকারি দপ্তর "ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ)" গঠনের পাশাপাশি ১৯৬৩ সালে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নথি উন্মুক্ত করবেন, সামরিক বাহিনীকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দেবেন এবং সামরিক বাহিনী থেকে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতি বাতিল করবেন।
এ ছাড়াও তিনি সমর্থকদের প্রতিশ্রুতি দেন, মহিলা ক্রীড়া বিভাগে ট্রান্সজেন্ডার নারীদের প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করবেন এবং শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে