ইউক্রেন যুদ্ধে ইতি টানতে চুক্তি করতে চান জেলেনস্কি: ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের যুদ্ধের ইতি টানতে একটি চুক্তির বিষয়ে সেখানকার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়, এক সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হলেও প্রায় ৩ বছর ধরে চলছে এই যুদ্ধ।
এ যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চুক্তি করতে রাজি হবেন বলে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, জেলেনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান চান। সে অনুসারে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।
অন্যদিকে, যুদ্ধ বন্ধের চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনও। সকলের স্বার্থ রক্ষা হয় এমন বিষয় বিবেচনা করে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে