বিনা সহায়তায় বিমান থেকে নামতে দেখা গেছে ট্রাম্পকে
হামলার কয়েক ঘন্টা পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিনা সহায়তায় বিমান থেকে পায়ে হেটে নামতে দেখা গেছে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় তার ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর মার্গো মার্টিনের পোস্ট করা এক ভিডিওতে এটি দেখা যায়।
এক্সে মার্গো মার্টিনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিমান থেকে পায়ে হেটে নামছে ট্রাম্প। এ সময় তার নিরাপত্তায় ছিল একজন সশস্ত্র কর্মী।
ভিডিওতে আরও দেখা যায়, তার পড়নে ছিল একটি নেভি কালারের স্যুট এবং সাদা শার্ট।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, তিনি নিউ জার্সিতে ছিলেন। সেখানেই রাত কাটাবেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে