Views Bangladesh Logo

'পারস্পরিক' শুল্ক ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

হোয়াইট হাউসের কয়েক সপ্তাহের প্রচারণা এবং জনমনে উদ্বেগের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একাধিক ‘পারস্পরিক’ শুল্ক ঘোষণা করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে এর প্রভাব আমেরিকার বন্ধু ও প্রতিপক্ষ— উভয় রাষ্ট্রের ওপরই প্রভাব পড়তে পারে।

নতুন এই শুল্ক আরোপের দিনকে ট্রাম্প ‘মুক্তি দিবস’ হিসেবে বর্ণনা করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের উৎপাদন শিল্পকে উৎসাহিত করা এবং অন্যান্য দেশগুলোর ‘বছরের পর বছর ধরে চালানো অন্যায্য বাণিজ্য চর্চার’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এ শুল্ক দেয়া হচ্ছে। তবে বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন, ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে এবং বহু দশকের পুরোনো বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তবুও হোয়াইট হাউস আত্মবিশ্বাসী যে এই পদক্ষেপ সঠিক।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘২০২৫ সালের ২ এপ্রিল আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি হয়ে থাকবে।’ তিনি জানান, নতুন শুল্কগুলো অবিলম্বে কার্যকর হবে।

ট্রাম্পের পরিকল্পিত শুল্ক নীতির মধ্যে রয়েছে গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ কর, চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে বাণিজ্য শুল্ক এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক। তিনি ভেনেজুয়েলা থেকে তেল আমদানিকারী দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করেছেন এবং ওষুধ, কাঠ, তামা ও কম্পিউটার চিপ আমদানির ওপর পৃথক কর বসানোর পরিকল্পনা করছেন।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই শুল্কের কারণে বাজারে মন্দাভাব আসতে পারে এবং আমদানিকারকরা করের অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে পারেন।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট গবেষণাগারের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০ শতাংশ সর্বজনীন শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের গড় পরিবারের বছরে ৩ হাজার ৪০০ থেকে ৪ হাজার ২০০ ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে।

তবে ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, এই নীতির ফলে দ্রুত দেশীয় উৎপাদন বাড়বে এবং নতুন কারখানার কর্মসংস্থান সৃষ্টি হবে। হোয়াইট হাউসের মতে, ট্রাম্পের সিদ্ধান্ত একেবারেই সঠিক।

লেভিট বলেন, ‘এটা ভুল হওয়ার সুযোগ নেই, এটি কার্যকর হবে। প্রেসিডেন্টের উপদেষ্টা দল বহু বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছে। আমরা আমেরিকাকে আবারও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তবে জনসাধারণ ও মিত্র দেশগুলো এখনও এই নতুন শুল্ক নীতিকে অর্থনৈতিক হুমকি হিসেবেই দেখছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ