প্রথম দিনেই বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই সবাইকে হতবাক করে অবৈধ অভিবাসন, জলবায়ু নীতিমালা, বৈচিত্র্য নীতি, গোপন নথি-সংক্রান্ত বিষয়সহ বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প।
নতুন ক্ষমতায় আসা প্রেসিডেন্টরা দায়িত্ব নেয়ার পরই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করার প্রচলন আছে। এই ধরনের আদেশ আইনের সমতুল্য হলেও পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত তা বাতিল করার ক্ষমতা রাখে।
তবে ট্রাম্প যে বড় মাত্রার পরিকল্পনা করেছেন, তা নজিরবিহীন হতে পারে। ফলে এতে স্বভাবতই আইনি বাধা আসতে পারে। ট্রাম্পের এসব পরিকল্পনা সবিস্তারে তুলে ধরেছে বার্তা সংস্থা এএফপি:
অভিবাসন ও অন্যান্য নির্বাহী আদেশে ট্রাম্পের পদক্ষেপ
ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন এবং নাগরিকত্ব পরিচালনার পদ্ধতি পুনর্গঠনের উদ্দেশ্যে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন। তিনি দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সামরিক বাহিনীকে যুক্ত করে একগুচ্ছ গণনির্বাসন অভিযান শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য ‘অপরাধী বিদেশি’দের হবে।
ওভাল অফিসে, ট্রাম্প জন্মগত নাগরিকত্ব বাতিলের একটি আদেশে স্বাক্ষর করেছেন। তবে, মার্কিন সংবিধান অনুযায়ী দেশে জন্মগ্রহণকারী ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকারী, তাই তার এই পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
৬ জানুয়ারির দাঙ্গা
২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তন করার চেষ্টার অংশ হিসেবে, ট্রাম্প তার সমর্থকদের দ্বারা ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ করার সময় দাঙ্গায় অংশগ্রহণকারী প্রায় ১ হাজার ৫০০ ব্যক্তির মধ্যে কয়েকজনের জন্য ক্ষমা প্রদান করেছেন। তিনি তাদের "জিম্মি" বলে উল্লেখ করেন, যারা দাঙ্গার জন্য দোষীসাব্যস্ত হয়েছেন।
বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি
"জাগ্রত" সংস্কৃতির বিরুদ্ধে তার প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি এবং ‘সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার’ সমতার প্রচারের জন্য জারি করা বিভিন্ন নির্বাহী আদেশ বাতিল করেছেন। তিনি যুক্তরাষ্ট্র সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং ‘সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার’ জনগণের অধিকার প্রসারে বৈচিত্র্য ও সমতা প্রচারের উদ্যোগগুলো বাতিল করেছেন। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন শুধু "পুরুষ এবং মহিলা"কেই স্বীকৃতি দেবে।
প্যারিস জলবায়ু চুক্তি
প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরায় প্রত্যাহার করার পদক্ষেপ নেন ট্রাম্প। এর মাধ্যমে তিনি গ্রহের উষ্ণায়ন মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রতি তার অবাধ্য অবস্থান পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘের কাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক নোটিশ জমা দেয়ার পর চুক্তি থেকে বের হতে এক বছর সময় নেবে।
তেল খনন
জাতীয় জ্বালানি জরুরি অবস্থার ঘোষণা দিয়ে, ট্রাম্প বিশ্বের শীর্ষ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে খনন কার্যক্রমের সম্প্রসারণের জন্য একটি আদেশে সই করেন। তিনি বলেন, "আমরা ড্রিল করব, বেবি ড্রিল করব।"
বাড়ি থেকে কাজ
ট্রাম্প কভিড-১৯ মহামারি চলাকালে ফেডারেল কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুবিধা বাতিল করতে চান এবং পূর্ণকালীন অফিসে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার জন্য একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, তিনি দাবি করেন যে, চীনের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক বেশি অর্থ ডব্লিউএইচওকে প্রদান করছে।
টিকটক
ট্রাম্প ৭৫ দিনের জন্য TikTok নিষিদ্ধ করার জন্য একটি আইন কার্যকর করার নির্দেশ দেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে TikTok বিতরণ এবং আপডেট নিষিদ্ধ হয়ে যায়। তিনি বলেন, চীনা মালিকানাধীন TikTok কোম্পানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৫০ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে।
পশ্চিম তীরের বসতি স্থাপনকারীরা
ট্রাম্প ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, যা বাইডেন প্রশাসন সম্প্রতি বাতিল করেছিল।
কিউবা
কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প, যা বাইডেন সাম্প্রতিক সময়ে আবার কিউবাকে তালিকা থেকে বের করার পরিপন্থি পদক্ষেপ হিসেবে নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে