Views Bangladesh

Views Bangladesh Logo

হত্যাচেষ্টার পরদিন রিপাবলিকান সম্মেলনে গেলেন আহত ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৫ জুলাই ২০২৪

তকাল রোববার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই তিনি মিলওয়াকিতে উপস্থিত হন।

সোমবার ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত মিলওয়াকিতে অনুষ্ঠিত হবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, যেখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প হামলার শিকার হন। হামলাকারীর ছোড়া গুলি তার ডান কানে লাগে, এবং রক্তাক্ত অবস্থায় তাকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। পেনসিলভানিয়ায় গুলির এই ঘটনা সত্ত্বেও মিলওয়াকিতে পূর্বপরিকল্পিতভাবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি মিলওয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন, তবে পরে সিদ্ধান্ত নেন, একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে পরিবর্তন আনতে পারেন না।

ট্রাম্পের ওপর হামলার পরিপ্রেক্ষিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে সিক্রেট সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা অড্রে গিবসন-সিচিনো গতকাল বিকেলে মিলওয়াকিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।

চার দিনের এই সম্মেলনে প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। নভেম্বরের সাধারণ নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে এই সম্মেলনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ