Views Bangladesh Logo

পারমাণবিক চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তিতে না পৌঁছায়, তাহলে ইরানে বোমা হামলা এবং সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।

রোববার (৩০ মার্চ) ট্রাম্প বলেন, 'যদি তারা চুক্তিতে না পৌঁছায়, তাহলে এমন বোমা হামলা হবে, যা তারা আগে কখনও দেখেনি'।

'এমনও সম্ভাবনা আছে, যদি তারা চুক্তিতে না পৌঁছায়, তাহলে আমি তাদের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব, যেমনটি আমি চার বছর আগে করেছিলাম'- যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, ওমানের মাধ্যমে চিঠি পাঠিয়ে ট্রাম্প তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তাদের নীতি হলো সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে থাকাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় না জড়ানো।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার তার দেশের নীতি পুনর্ব্যক্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেন।

তিনি আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে বলেন, 'কিন্তু ইরান সর্বদা পরোক্ষ আলোচনায় জড়িত ছিল এবং এখনও। সর্বোচ্চ নেতাও জোর দিয়ে জানিয়েছেন, পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত থাকতে পারে'।

ট্রাম্প তার প্রথম ২০১৭-২১ মেয়াদে ২০১৫ সালে করা ইরান এবং বিশ্বশক্তির মধ্যেকার চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের বিতর্কিত পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমা আরোপ করা হয়েছিল।

ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞাও পুনরায় আরোপ করেন। তারপর থেকে, ইসলামী প্রজাতন্ত্রটি তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাড়ানোর সম্মত সীমা অতিক্রম করেছে।

এখন পর্যন্ত 'চুক্তি করা, নয়তো সামরিক পরিণতির মুখোমুখি হওয়ার' ট্রাম্পের সতর্কবাণী প্রত্যাখ্যান করেছে তেহরান।

পশ্চিমা শক্তিগুলো অভিযোগ করছে, ইরানের বিরুদ্ধে উচ্চস্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে, যা তারা বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য যেটুকু যুক্তিসঙ্গত বলে মনে করে, তার চেয়েও বেশি।

জবাবে তেহরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির উদ্দেশ্যে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ