Views Bangladesh

Views Bangladesh Logo

৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চার বছর আগে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, ইউএস ক্যাপিটলে সহিংস বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিলেন, গুরুতর অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন এবং দুবার হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে গিয়েছিলেন- এমন একজন প্রাক্তন প্রেসিডেন্টের অসাধারণ প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে হোয়াইট হাউসে।

বুধবার (৬ নভেম্বর) দুপুর পর্যন্ত উইসকনসিন রাজ্যে জয়ের মাধ্যমে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের চেয়ে বেশি অর্জন করে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এই জয় রাজনীতির প্রতি তার নগ্ন মনোভাবকে বৈধতা দেয়। ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে প্রায়ই নারীবিদ্বেষী এবং বর্ণবাদী ব্যক্তিগত আক্রমণও করেছিলেন, যখন সহিংস অভিবাসীদের দ্বারা উপচেপড়া দেশের রহস্যজনক চিত্র তুলে ধরেছিলেন। অতিপুরুষত্ব যুক্ত তার এসব নির্বাচনি বক্তৃতাটি ভোটারদের একাংশকে ক্ষুব্ধ করলেও অনুরণিত হয় অন্য অংশ, বিশেষত পুরুষরা।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফেডারেল সরকারকে ঢেলে সাজানো এবং তার কথিত শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ না নেয়ার নাটকীয় এজেন্ডা অনুসরণেরও অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট জালিয়াতির দাবির পর ২০২১ সালের ৬ জানুয়ারি একদল সমর্থক ইউএস ক্যাপিটলে হামলা চালালে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়; কিন্তু চার বছরের মধ্যেই রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন তিনি। এর ওপরে পণ্যের উচ্চমূল্য নিয়ে ভোটারদের উদ্বেগ পুঁজি করে পরাজিত করেছেন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।

প্রমাণ ছাড়াই অবৈধ অভিবাসনের কারণে অপরাধ বৃদ্ধির দাবিও ট্রাম্পের এই জয়ের পেছনে সহায়তা করেছে- মন্তব্য বিশ্লেষকদের।

এদিকে কমলা হ্যারিস আলমা ম্যাটার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়া তার সমর্থকদের সঙ্গে কথা বলেননি। তার প্রচারণা শিবিরের কো-চেয়ার সেড্রিক রিচমন্ড মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতের পর সংক্ষিপ্তভাবে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, বুধবারের (৬ নভেম্বর) পরে জনসমক্ষে কথা বলবেন কমলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ