Views Bangladesh Logo

পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস দেখতে গেলেন ট্রাম্প

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরেই দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রাম্প জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করবেন।

লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম। তিনি ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চান। পরে ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, ‘আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এ কাজ শেষ করতে যাচ্ছি। তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে।’

রয়টার্স জানিয়েছে, অতীতে ট্রাম্পের সঙ্গে নিউসমের সম্পর্ক ভালো ছিল না। নিউসম একজন ডেমোক্র্যাট। এর আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প।

গত কয়েক সপ্তাহে একাধিক দাবানলে পুড়েছে লস অ্যাঞ্জেলেস। এখনো অঞ্চলটিতে অন্তত তিনটি দাবানল জ্বলছে।

গতকাল লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে হারিকেন হেলেনের আঘাতে বিধ্বস্ত নর্থ ক্যারোলাইনা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। গত সেপ্টেম্বরে চার মাত্রার হারিকেন হেলেন আঘাত হেনেছিল এই অঞ্চলে। এতে অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ