আমেরিকানদের হত্যাকারী অভিবাসীদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
অবৈধ অভিবাসনবিরোধিতাই এখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের মূল বক্তব্য এবং প্রতিশ্রুতি। ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে আরও চার বছর হোয়াইট হাউসের ক্ষমতা পেতেও আশাবাদী তিনি।
শুক্রবার (১১ অক্টোবর) কলোরাডো রাজ্যের অরোরায় নির্বাচনী সমাবেশে মার্কিন নাগরিকদের হত্যাকারীদের মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়ে আবারও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সোচ্চার হন এই রিপাবলিকান প্রার্থী।
নির্বাচিত হলে ভেনেজুয়েলার সন্ত্রাসী গোষ্ঠী ট্রেন ডি আরাগুয়ার সদস্যদের নির্মূলে 'অপারেশন অরোরা' নামে সাঁড়াশি অভিযান শুরুরও প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, 'আমি মার্কিন নাগরিক বা আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যাকারী যেকোনো অভিবাসীর মৃত্যুদণ্ডের আহ্বান জানাচ্ছি' । যৌনতার উদ্দেশ্যে নারী ও শিশু পাচারে দোষী ব্যক্তিদের এর আগেও মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
মৃত্যুদণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে বিরল সাজা হিসেবেই পরিগণিত। প্রায় অর্ধেক রাজ্যেই এটি নিষিদ্ধ। ফেডারেল আইনের একটি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে, যা খুব কমই ব্যবহৃত হয়।
ট্রাম্প তার সমাবেশে পুনর্ব্যক্ত করেন যে, তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের বিরুদ্ধে নন। 'আমরা আমাদের দেশে লোক আসতে দিতে চাই। কিন্তু তাদের আইনগতভাবে আসতে হবে'- বলেন তিনি।
কিন্তু অবৈধ অভিবাসীদের জন্য কঠোর বার্তা ও হুশিয়ারি দেন ট্রাম্প। দেশবাসীকে তিনি বলেন, আমি আপনাদের কাছে এই অঙ্গীকার এবং প্রতিজ্ঞা করছি যে, ৫ নভেম্বর আমেরিকার অবৈধ অভিবাসীদের দখলমুক্তির দিবস হবে'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে