Views Bangladesh

Views Bangladesh Logo

ট্রাম্পের প্রথম ভাষণেও যুদ্ধ শেষ করার অঙ্গীকার

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে ‘শক্তিশালী সেনাবাহিনী’ প্রতিষ্ঠা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদেরকে আবার একটি মহান দেশ বানাতে হবে, যেখানে কম কর এবং শক্তিশালী সেনাবাহিনী থাকবে। আমরা আমাদের সেনাবাহিনী ঠিক করতে যাচ্ছি, একবার করেছি, এবার আবার করতে হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করব এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আফগানিস্তানে মার্কিন খরচেরও সমালোচনা করেছেন। যেখানে ২০২১ সালে মার্কিন সেনারা ২০ বছর পর তালেবানের হাতে ক্ষমতা পুনরুদ্ধারের পর দেশটি ত্যাগ করেছিল।

ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। এর ফলে ওয়াশিংটনের ইউক্রেনকে দেয়া বিলিয়ন ডলারের সহায়তা সম্পর্কে প্রশ্ন উঠতে পারে।

এর আগে নির্বাচনি প্রচারণায় ট্রাম্প দাবি করেছিলেন, তিনি কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করারও আগ্রহী দেখিয়েছিলেন।

তবে তিনি ইউক্রেনের পরিস্থিতিতে শান্তি স্থাপনের জন্য কী ধরনের পদক্ষেপ নেবেন বা কোন শর্তে চুক্তি করবেন, তা পরিষ্কার করেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ