Views Bangladesh Logo

তুরস্কে শান্তি আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও

তুরস্কে অনুষ্ঠেয় ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা নিয়ে বড় ধরনের অগ্রগতির আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ তুরস্কে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, ওই আলোচনায় বড় অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হওয়া দরকার।

রুবিও আরও বলেন, ‘আমি মনে করি না, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন এই বিষয়ে সরাসরি আলোচনা না করা পর্যন্ত এখানে কোনো বড় অগ্রগতি হবে।’

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে, মস্কো ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধি দল পাঠিয়েছে। তিনি জানান, ইউক্রেইনের পক্ষ থেকেও ইস্তাম্বুলে একটি প্রতিনিধিদল পাঠানো হবে। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি দাবি করেছেন, ‘ক্রেমলিনের দলে প্রয়োজনীয় সব দক্ষতা রয়েছে।’

মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই রকম বার্তা দিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার ও পুতিনের বৈঠক না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, রাশিয়া যে পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে তা নিয়ে তিনি হতাশ কি না।

ট্রাম্প বলেন, ‘দেখুন, পুতিন আর আমার একসাথে বসা না হওয়া পর্যন্ত কিছুই হবে না।’

তিনি আরও বলেন, ‘আমি সেখানে না থাকলে তিনিও (পুতিন) যাবেন না। আর আমি বিশ্বাস করি, আপনি পছন্দ করুন বা না করুন-আমি ও তিনি একসাথে না বসা পর্যন্ত কিছুই হবে না। কিন্তু আমাদের এই সমস্যার মাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি শুক্রবার তুরস্কের আলোচনায় যোগ দেবেন, যদি তা ‘যথাযথ’ হয়। তবে পরে তিনি বলেন, তার ওয়াশিংটনে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেইন-রাশিয়া বিষয়ে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও রুশ প্রতিনিধিদের মধ্যে বৃহস্পতিবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল, যা ২০২২ সালের পর প্রথমবারের মতো হতো। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৈঠকের সময়সূচি ঠিক হয়নি।

অন্যদিকে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকটি শুক্রবার হতে পারে।

এদিকে ইউরোপীয় নেতারা এবং ইউক্রেইন ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। এর জবাবে সরাসরি আলোচনার জন্য ১৫ মে ইস্তাম্বুলে বসার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। জেলেনস্কি তখন পুতিনকে ব্যক্তিগতভাবে বসার আহ্বান জানান। তবে বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, সফরকারি কর্মকর্তাদের তালিকায় পুতিনের নাম নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ