এবারও ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর হতে পারে সৌদি আরবে
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এই মেয়াদেও তার প্রথম রাষ্ট্রীয় সফর সৌদি আরবে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় শনিবার (২৫ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সম্ভাবনার কথা জানান। খবর রয়টার্সের।
তিনি আরও বলেন, যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।
সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।’
২০১৭ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন ট্রাম্প। তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি।
এ ছাড়াও ওই সফরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল সৌদি সরকার। এর পাশাপাশি সেখানে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল।
এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে