Views Bangladesh Logo

আগ্নেয়গিরির কারণে ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্দোনেশিয়ার রুয়াং পর্বতে আগ্নেয়গিরির পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এ সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, ১১ হাজারেরও বেশি লোককে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক দুর্যোগ প্রশমন কেন্দ্র জানিয়েছে, সুলাওয়েসি দ্বীপের উত্তরাঞ্চলের আগ্নেয়গিরিতে গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচটি বড় অগ্ন্যুৎপাত হয়েছে।

জানা গেছে, সুনামি সতর্কতা জারির পর বুধবার সকালে কমপক্ষে ৮০০ বাসিন্দা এলাকা ছেড়েছেন।

কর্তৃপক্ষ ইন্দোনেশিয়ায় ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের রুয়াং আগ্নেয়গিরি থেকে কমপক্ষে ৬ কিলোমিটার (৩.৭ মাইল) দূরে থাকার আহ্বান জানিয়েছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগ্নেয়গিরির কিছু অংশ সমুদ্রে ধসে পড়তে পারে। যদি ধসে পড়ে তাহলে ১৮৭১ সালের অগ্ন্যুৎপাতের মতো সুনামির সৃষ্টি হতে পারে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, বাসিন্দাদের সুলাওয়েসি দ্বীপের নিকটবর্তী শহর মানাদোতে স্থানান্তর করা হবে।

জানা গেছে, ইন্দোনেশিয়ায় ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যার ফলে ২৭ কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্রটি সব সময় ঝুঁকিপূর্ণ। এর কারণটি হলো ‘রিং অফ ফায়ার’ বরাবরমুখী দেশটির অবস্থান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ