উস্কানিতে সাড়া না দিতে শিক্ষার্থীদের প্রতি দুই উপদেষ্টার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের কোনো উস্কানিতে কান না দিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে নাগরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এর আগে সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তাদের দাবি পূরণে সময় লাগবে।
উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের ঘটনা খুবই অপ্রীতিকর এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজকের সংঘর্ষের কারণ মোটেও পরিষ্কার নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনিও শিক্ষার্থীদের উস্কানি বা অন্যের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
মাহফুজ আলম বলেন, সরকারের সাথে যথাযথ চ্যানেলের মাধ্যমে আলোচনা করুন এবং সরকার সমস্যা সমাধানে আপনার কথা শুনতে প্রস্তুত।
উল্লেখ্য, গতকাল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিকেলে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন আহত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে