Views Bangladesh Logo

তেঁতুলিয়া সীমান্ত

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) রাতে রনচন্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জলিল (২৪) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে ও ইয়াসীন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে। বিএসএফ নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। এ বিষয়ে এরই মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ