যশোরে পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির উদ্দিনের মেয়ে মেহেরিন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহত শাহিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে