Views Bangladesh Logo

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে গরুবোঝাই একটি ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লার লাকসাম অভিমুখে গরুবোঝাইকৃত ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাইকৃত ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হয়। তারা কুমিল্লার লাকসামের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। নিহত অপরজন হলো ট্রাকের হেলপার। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় ১০টি গরুর পা ভেঙে গেছে এবং ২ টি গরু মারা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ