Views Bangladesh Logo

বগুড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের রানিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার আপেল ও পলাশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল নিয়ে দুই যুবক নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলআরোহী দুজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ