Views Bangladesh

Views Bangladesh Logo

টাইফুন গায়েমির দাপটে বন্যা ও ভূমিধসে ফিলিপাইনে ২২, তাইওয়ানে নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

তাইওয়ানের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টাইফুনের প্রভাবে দেশটির নিমাঞ্চলে ভূমিধস ও বন্যা হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে এর প্রভাবে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও বন্যার পানিতে ডুবে ও ভূমিধসে ২২ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, তাইওয়ানে তোলপাড় করে দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানে টাইফুন গায়েমি। এ জন্য বৃহস্পতিবারও তাইওয়ানে অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে লোকজনকে ঘরে ও উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার মধ্যরাতে ঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার আগে দুজন নিহত হন এবং বৃহস্পতিবার বিকেলে ভূমিধসের কবলে পড়ে ৭৮ বছরের এক ব্যক্তি মারা যান। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮০ জন।

এ ঘটনায় এক্সক্যাভেটরের নিচে চাপা পড়ে আরেকজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। আর এই মৃত্যুর জন্য প্রাথমিকভাবে টাইফুনকে দায়ী করা হলেও পরে সংবাদ সংস্থাটি জানায়, এর সাথে মারা যাওয়া ব্যক্তির কোনো যোগসূত্র নেই।

এ ছাড়াও টাইফুনের কারণে চলতি সপ্তাহে তাইওয়ানের পূর্ব উপকূলে বিমান বাহিনীর মহড়া বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, টাইফুনের প্রভাবে দেশটিতে সৃষ্ট বন্যার পানিতে ডুবে ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়, ঝড়টি ফিলিপাইনে আঘাত না হানলেও এর প্রভাবে সপ্তাহের শুরুতে দেশটিতে মৌসুমী বৃষ্টিপাত তীব্র হয়।

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাতান প্রদেশের লিমে শহরের কাছে প্রায় ১৪ লাখ লিটার (৩ লাখ ৭০ হাজার গ্যালন) জ্বালানি তেল বোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটে। পরে উদ্ধারকারীরা এমটি টেরা নোভা নামের জাহাজটির ১৬ জন ক্রুর মধ্যে ১৫ জনকে উদ্ধার করতে পারে।

খারাপ আবহাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে এই জাহাজডুবির সম্পর্ক আছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরিবহন সচিব জাইমে বাউতিস্তা জানিয়েছেন, সমুদ্র উত্তাল থাকায় কোস্টগার্ডের কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই এলাকায় পৌঁছাতে পারেনি।

এই পরিস্থিতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বিচ্ছিন্ন গ্রামীণ গ্রামগুলোতে খাদ্য ও অন্যান্য ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা ত্বরান্বিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক জরুরি বৈঠকে মার্কোস বলেন, 'সেখানকার মানুষ হয়তো কয়েকদিন ধরে কিছু খায়নি।

এদিকে ঝড়টি আঘাত হানার পর দুর্বল হয়ে পড়লেও চীনের রাজধানী বেইজিংসহ অভ্যন্তরীণ এলাকাগুলোতে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, টাইফুন আঘাত হানার আগেই দেশটির উপকূলীয় ফুজিয়ান প্রদেশের ফ্লাইট, ট্রেন ও ফেরি সেবা বাতিল করা হয় এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ