সাংবাদিকদের প্রশ্ন করতে দিল না উবার
‘২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে উবারের ৫৫০০ কোটি টাকা অবদান রেখেছে উবার’ শিরোনামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে উবারের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর সংবাদ সম্মেলনটি আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই বেঞ্চমার্ক পিআরের কর্মকর্তারা সাংবাদিকদের নির্দিষ্ট কিছু প্রশ্ন নির্বাচন করে দেয়। এর বাইরে প্রশ্ন করতেও নিষেধ করে প্রতিষ্ঠানটি।
তবে তাদের উপেক্ষা করে সাংবাদিকরা উবারের নিবন্ধিত গাড়ির তালিকা, উবার কর্তৃক নানা সময়ের ঘটে যাওয়া অসঙ্গতি, উবারের অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা প্রশ্ন করে। তবে প্রশ্নে খুশি হতে পারেনি উবার কর্তৃপক্ষ। তারা নির্দিষ্ট অনুষ্ঠান সংশ্লিষ্ট প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন, উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক।
উবার কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্য-ভিত্তিক নীতি গবেষণা সংস্থা পাবলিক ফার্স্টের গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে উবার পাঁচ হাজার ৫০০ কোটি টাকার অবদান রেখেছে।
প্রকাশিত প্রতিবেদনে উবারের অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন এবং উন্নত গতিশীলতায় উবারের ভূমিকা তুলে ধরা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে