Views Bangladesh Logo

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

সুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

রবিবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ইউজিসি চেয়ারম্যান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

যদিও বর্তমানে দেশে নেই কাজী শহীদুল্লাহ। গত এক বছর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর ভাই বলে জানা গেছে। ‌

আরও জানা গেছে, ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করেন তিনি।

তার আগে ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন কাজী শহীদুল্লাহ। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান ছিলেন তিনি। এ ছাড়াও ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন তিনি। তা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নির্বাচিত হয়েছিলেন তিনি। টানা ১০ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে জয়ী হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ