Views Bangladesh

Views Bangladesh Logo

এনভিআর ফি বৃদ্ধি পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের এমপি আফসানার

Diplomatic  Correspondent

কূটনৈতিক প্রতিবেদক

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

নো ভিসা রিকোয়ারড (এনভিআর) অনুমোদনসহ চারটি পরিষেবা ফি বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাংলাদেশ হাইকমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আফসানা বলেন, ‘অনেক বাংলাদেশি মনে করেন, নতুন নির্ধারিত ফি অযৌক্তিকভাবে বেশি। আমি এনভিআর ফি বাড়ানোর সিদ্ধান্ত পুনর্মূল্যায়নে বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানাচ্ছি’।

কয়েক লাখ ব্রিটিশ বাংলাদেশি দেশটির নাগরিকত্ব এবং পাসপোর্ট ধারণ করেন। বাংলাদেশে ভ্রমণে তাদের এনভিআর অনুমোদন প্রয়োজন। বিদেশি পাসপোর্টধারীদের জন্যও প্রযোজ্য এই এনভিআর অনুমোদন ফি ৪৬ ইউরো থেকে বাড়িয়ে ৭০ ইউরো করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন।

এক সপ্তাহ আগে এমন সময়ে ফি বাড়ানো হয়েছে, যখন হাজার হাজার ব্রিটিশ বাংলাদেশি পরিবার ডিসেম্বরের ছুটিতে বাংলাদেশে ভ্রমণ করছে। বৃদ্ধির সময়কে তাই বিশেষভাবে ‘বিতর্কিত’ মন্তব্য করে তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা।

নতুন ফি বাস্তবায়নের আগে পরামর্শ এবং অগ্রিম বিজ্ঞপ্তি না দেয়ায় উদ্বিগ্ন ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা।

তবে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, সরকার ৪ ডিসেম্বর থেকে ফি বাড়ানোর ঘোষণা দিলেও হাইকমিশন এখন পর্যন্ত পুরোনো হারে চার্জ নিচ্ছে। ১৭ ডিসেম্বর থেকে নতুন ফি কার্যকরের পরিকল্পনা করছে।

হাইকমিশন নিশ্চিত করেছে, অন্য পরিষেবাগুলোর ফি অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ