ড্রোন হামলায় ৬ রুশ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ছয়টি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটি।
ইউক্রেনের নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, শুক্রবার ভোররাতে রোস্তভ অঞ্চলের মোরোজোভস্ক সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে আরও ৮টি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ২০ জন সেনা নিহত বা আহত হতে পারে।
তবে রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, তারা ৪৪টি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করেছেন এবং হামলায় কেবলমাত্র একটি বিদ্যুতের সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা এপিকে জানিয়েছেন, রাশিয়ার মোরোজোভস্কের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালানো হয়। সেনাবাহিনীর সহযোগিতায় এটি পরিচালনা করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় বিমান ঘাঁটির প্রায় ২০ জন সদস্য নিহত বা আহত হয়েছেন।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, মোরোজোভস্ক বিমান ঘাঁটি ব্যবহার করে ইউক্রেনের শহরগুলোতে এরিয়াল বোমা হামলা চালিয়ে আসছে রুশ যুদ্ধবিমানগুলো।
এদিকে রাশিয়ার মাটিতে চালানো এ হামলাকে কিয়েভের সবচেয়ে বড় বিমান হামলা হিসেবে মনে করা হচ্ছে। অপরদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়ায় রাশিয়া। এতে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কারণ উভয় পক্ষই স্থলভাগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জন্য লড়াই করে আসছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে