আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পরও দেশটির সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনো আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত শুক্রবারের (১ মার্চ) বৈঠকে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আবারও বলেছেন, ইউক্রেন আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ পোস্টে জেলেনস্কি হোয়াইট হাউসের সংঘর্ষকে ‘দুঃখজনক’ বলেও বর্ণনা করেন।
ওভাল অফিসে দুই নেতার ওই উত্তপ্ত বৈঠকের পর এ চুক্তি ভেস্তে গিয়েছিল। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে এবং কিয়েভকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
বৈঠকটিতে ভ্যান্স জেলেনস্কিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার জন্য অকৃতজ্ঞ বলেও অভিযুক্ত করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি।
তবে জেলেনস্কি বৈঠকে নিজেকে রক্ষা করেন এবং কয়েক ঘণ্টা পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘সব সমর্থনের জন্য আমি আমেরিকানদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘শুক্রবারের বৈঠক যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। দুঃখজনক যে এটি এভাবে ঘটেছে।’
‘এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতের সহযোগিতা এবং যোগাযোগ গঠনমূলক হোক’- লিখেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আলোচনার টেবিলে যোগ দিতে অপ্রস্তুত ছিলেন বলে অভিযোগের জবাবে জেলেনস্কির এই বিবৃতি এসেছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তির প্রাথমিক ধাপগুলোও তুলে ধরেছেন ইউক্রেনীয় নেতা।
তিনি লিখেছেন, ‘আমরা দ্রুত যুদ্ধ শেষ করতে প্রস্তুত। প্রথম ধাপগুলো হতে পারে, বন্দিদের মুক্তি, আকাশে যুদ্ধবিরতি ও ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানিসহ অন্য বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা নিষিদ্ধ করা এবং সমুদ্রে অবিলম্বে যুদ্ধবিরতি। যদি রাশিয়া একই কাজ করে।’
‘তারপর আমরা পরবর্তী সব ধাপের মধ্য দিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে চাই এবং শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে সম্মত হতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চাই’- যোগ করেন জেলেনস্কি।
পোস্টে তার দেশকে এখন পর্যন্ত আমেরিকা যে সাহায্য দিয়েছে তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
‘ইউক্রেনকে তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বজায় রাখতে আমেরিকা কতটা সাহায্য করেছে তা আমরা সত্যিই মূল্যবান বলে মনে করি’- লিখেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে