জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোটে ইউক্রেনের সঙ্গে বিভেদ বাড়লো
তিন বছর আগে প্রতিবেশী দেশ ইউক্রেনে মস্কোর আক্রমণের নিন্দা এড়াতে জাতিসংঘে দুটি ভোটে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের তৃতীয় বার্ষিকীর দিনে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের এই বিরল অবস্থান ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিষয়ক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিবিসি জানিয়েছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেন মস্কোর আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করে ইউরোপীয় দেশগুলো; কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করে। যদিও শেষ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পক্ষে পড়া ৯৩টি ভোটে গৃহীত হয়েছে প্রস্তাবটি। বিপক্ষে ১৮টি ভোট পড়লেও ৬৫টি ভোট বিরত থেকেছে।
ওয়াশিংটন-মস্কো ছাড়াও রাশিয়ার মিত্র বেলারুশ, উত্তর কোরিয়া এবং সুদানও প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছে। যুদ্ধের বিষয়ে পূর্ববর্তী প্রস্তাবগুলোর তুলনায় অনেক কম সমর্থন পেয়েও পাস হওয়া প্রস্তাবটি রাশিয়ার তীব্র সমালোচনা করে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং এর সীমান্তের অলঙ্ঘনীয়তায় জোর দেয়।
দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে খোদ যুক্তরাষ্ট্র। বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটন ও মস্কো এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব গৃহীত হলেও যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স ভোট দেয়া থেকে বিরত থাকে। দেশ দুটি প্রস্তাবের ভাষা সংশোধনের চেষ্টা করলেও তাতে ভেটো দেয়া হয়।
ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তীব্র বিরোধের মাঝেই ওয়াশিংটন ওই প্রস্তাবের খসড়াটি তৈরি করে। কিন্তু ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা মার্কিন প্রস্তাবটিকে ব্যাপকভাবে পরিবর্তন করে বলে, ‘ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার আক্রমণ পরিচালনা করেছে রাশিয়া’, যার অর্থ ওয়াশিংটন শেষ পর্যন্ত তার নিজস্ব লেখার পক্ষে ভোট দেয়নি।
নিরুৎসাহিত না হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিকেলে নিরাপত্তা পরিষদে পূর্ববর্তী অপরিবর্তিত প্রস্তাবটি ভোটে নিয়ে আসে। পক্ষে ১০টি এবং বিপক্ষে কোনো ভোট না পেলেও পাঁচটি দেশ ভোটে বিরত থাকে। দেশগুলো হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক, গ্রিস এবং স্লোভেনিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে