Views Bangladesh

Views Bangladesh Logo

আরও একটি আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশি আল্ট্রা রানার ইমামুরের

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ন্তর্জাতিক অ্যাথলেটিক্স ক্যারিয়ারে আরও একটি সাফল্যের মুকুট পরলেন বাংলাদেশের আল্ট্রা ডিস্ট্রেন্স রানার (অতি দূরত্বের দৌড়বিদ) ইমামুর রহমান। এবারের টিসিএস আমস্টারডাম ম্যারাথনে সফলভাবে দৌঁড় শেষের পর উল্লেখযোগ্য পারফরম্যান্স এবং সাংস্কৃতিক উপস্থাপনা ব্যাপক পরিচিতি এনে দিয়েছে তাকে।

রোববার (২০ অক্টোবর) নেদারল্যান্ডের আমস্টারডামের এই মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নেন ৮০টিরও বেশি দেশের ২২ হাজার পাঁচশ’রও বেশি দৌড়বিদ।

বিশ্বের অভিজাত দৌড়বিদদের অংশগ্রহণে আকর্ষণীয় ম্যারাথন দৌড়টি সকালে প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে শুরু হয়। ডাচ রাজধানীর মনোরম পরিবেশে বিস্ময়কর সময়ে রেসটি সম্পূর্ণ করার কৃতিত্ব কেবল ইমামুরের ব্যক্তিগত বিজয়ই নয় বিশ্বমঞ্চে তার সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং প্রচারের মুহূর্তও ছিল। প্রচণ্ড ঠাণ্ডার মাঝেও তার অবিশ্বাস্য ধৈর্য্যও প্রশংসিত হয়।

সবার সঙ্গে দৌড় শুরু করে আমাস্টারডাম নগরীর সৌন্দর্য দেখতে দেখতে সফলভাবে ফিনিশলাইন অতিক্রম করেন ইমামুর। এরপর বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ‘লুঙ্গি’ পরে এবং গর্বের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে কৃতিত্ব উদযাপন করেন। এই প্রতীকী অঙ্গভঙ্গির লক্ষ্য ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধি শেয়ার করা।

ইমামুর ব্যাখ্যা করেন, ‘টিসিএস আমস্টারডাম ম্যারাথন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। এখানে বিশ্বের অভিজাত দৌড়বিদরা অংশ নেন। দেশের প্রতিনিধিত্ব করা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। আমি আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে লুঙ্গি পরে পতাকা ও পদক নিয়ে ছবি তুলেছি। আমি অন্যদেরও নিজ নিজ ঐতিহ্য নিয়ে গর্ব করতে অনুপ্রেরণা যোগাতে আশাবাদী’।

ম্যারাথনে ইমামুরের অংশগ্রহণ তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক চলমান কৃতিত্বের অংশ। চলতি বছরই ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট দৌড় এবং পাতায়া ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় দৌড় সম্পন্ন করেছেন তিনি। গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল ম্যারাথন এবং ইডিপি লিসবন ম্যারাথন শেষ করেন তিনি, যা সুপার হাফ সিরিজের অংশ। নিজেকে আল্ট্রা রানিং এবং ট্রেইলিঙের চলমান ইভেন্টগুলোকে প্রতিষ্ঠিত করেছেন শক্তিশালী রানার হিসেবেও।

ভবিষ্যতেও বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ইমামুর। দীর্ঘ-দূরত্বের দৌড়ের জগতে নিজ দেশের অংশগ্রহণ বাড়াতে আরও আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ম্যারাথন এবং আল্ট্রা ট্রেইল ম্যারাথন ইভেন্টগুলোতে লক্ষ্য রয়েছে তার।

খেলাধুলা, দেশ এবং সংস্কৃতির প্রতি ইমামুর রহমানের প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক। অ্যাথলেটিক ক্যারিয়ারের সীমানা ঠেলে চলেছেন, তখন তিনি বাংলাদেশের একজন গর্বিত রাষ্ট্রদূত হিসেবে রয়ে গেছেন যে তার দৌড়ের প্রতি ভালবাসা এবং বিশ্বের সাথে তার শিকড় ভাগ করে নেওয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ