Views Bangladesh Logo

মিয়ানমারে ভূমিকম্প মোকাবিলায় জাতিসংঘের ৫ মিলিয়ন ডলার বরাদ্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক সহায়তা হিসেবে জাতিসংঘ ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। মিয়ানমারে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ১৪৪ জন মারা গেছেন এবং ৭৩২ জনের বেশি আহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

একই সময়ে, শুক্রবার (২৮ মার্চ) প্রতিবেশী থাইল্যান্ডের ব্যাংককেও ভূমিকম্পে নির্মাণাধীন একটি উচ্চ-দালান ধসে পড়ে, যেখানে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনারেল মিন আং হ্লাইং, এক ভিডিও ভাষণে জাতির উদ্দেশে বলেছেন, ‘আমি আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছি এবং এএইচএ (AHA) সেন্টার ও ভারতের পক্ষ থেকে কিছু সহায়তা গ্রহণ করেছি।’

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (OCHA) জানিয়েছে, এই অর্থ খাদ্য, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং চিকিৎসা সহায়তার জন্য ব্যয় করা হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার দুপুরে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মাণ্ডালয়ের কাছে আঘাত হানে। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী আফটারশক ভূমিকম্প হয়, যা উদ্ধারকাজকে আরো জটিল করে তুলেছে।

মিয়ানমার একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, তবে সাধারণত কম জনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্প হয়। কিন্তু শুক্রবারের এই ভূমিকম্প শহরগুলোকে প্রভাবিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুমান করেছে যে, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ