রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারও বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথা জানাল জাতিসংঘ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আবারও বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থনের কথা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান।
বৈঠক চলাকালীন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. খলিলুর রহমান, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে তিনি মহাসচিবকে আহ্বান জানান, জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনে যেন রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
রাখাইন রাজ্যের ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়েও সতর্ক করে দিয়ে তিনি বলেন, আসন্ন দুর্ভিক্ষের কারণে সংঘাতপূর্ণ অঞ্চলটি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গৃহীত যে কোনো উদ্যোগকে সমর্থন জানাতে প্রস্তুত বলে জানান তিনি।
এ সময় মানবিক সংকটের অবনতি রোধ, জীবিকা পুনরুদ্ধার এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ সহায়তা করতে প্রস্তুত বলেও জানান খলিলুর রহমান।
রোহিঙ্গাদের জন্য বাইরের তহবিল সংকট ক্রমশ গুরুতর হয়ে উঠছে বলে মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেই সঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানান।
ড. খলিলুর রহমান সহায়তা প্রদানকারীদের জন্য অবাধ, সহিংসতামুক্ত, বৈষম্যহীন এবং নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এর পাশাপাশি রাখাইন অঞ্চলে বিমান হামলা ও বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন ড. খলিলুর রহমান। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আরও শক্তিশালী ভূমিকা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অ্যান্তোনিও গুতেরেসও সম্প্রতি দাভোসে ইউনূসের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তার ব্যক্তিগত মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে