ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে সোমবার (৫ মে) রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। পরে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকারী গ্রিসের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
রোববার (৪ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে নিরাপত্তা পরিষদকে অবহিত করবে।
পেহেলগামে চালানো হামলার ঘটনার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদের মে মাসের সভাপতি ও জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইভানজেলোস সেকেরিস বলেন, ‘আমরা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানাই। একইসঙ্গে এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
অন্যদিকে ভারতের অভিযোগ, জাতিসংঘ প্ল্যাটফর্মকে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার করছে পাকিস্তান।
বৈঠকের আগে ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যভুক্ত দেশের মধ্যে আটটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে।
বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, যারা ভেটো দেয়ার
ক্ষমতা রাখে। অস্থায়ী সদস্যভুক্ত দেশগুলো হলো-আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া ও সোমালিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে