Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা আন্দোনলকারীদের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৭ জুলাই ২০২৪

বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি যেকোনো হুমকি বা সহিংসতা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রশ্নোত্তর পর্বে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ। আমরা (বাংলাদেশে চলমান) পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি।

স্টিফেন ডুজারিক বলেন, আমি মনে করি-বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা এটি একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলিকে রক্ষা করা।’

এ সময় যুবক, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন তারা যেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে সে বিষয়ে জোর দেন এই মুখপাত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ