Views Bangladesh Logo

গাজায় ২ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে বালুচাপা

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজা উপত্যকার একটি সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। পরে সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন তারা।

এ ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রকাশিত সেই ভিডিও ফুটেজ দেখা যায়, দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষ সৈকতে হাঁটছিলেন। এক পর্যায়ে তাদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করলেও দুজনকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে তাদের লাশ দুটি বালুচাপা দেওয়া হয়।

এ ব্যাপারে মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসও (সিএআইআর) বলেছে, গাজার সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে হত্যা এবং বুলডোজার দিয়ে লাশ দুটি বালুর নিচে চাপা দেওয়ার ঘটনার তদন্ত জাতিসংঘকে অবশ্যই করতে হবে।

এদিকে এ হত্যাকণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে মুক্তিকামী সংগঠন হামাস। হামাস বলেছে, এটা ইসরায়েলি বাহিনীর ফ্যাসিবাদ এবং অপরাধের মাত্রার আরও একটি প্রমাণ, যা জায়নবাদী আচরণকে পরিচালিত করে।

এ ছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকাজুড়ে ৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যার ফলে ৭৬ জন ফিলিস্তিনি মারা গেছে এবং ১০২ জন আহত হয়েছে। এর মধ্যে একটি হামলা চালানো হয় দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আল-শাবউরা শরণার্থী শিবিরের কাছে একটি গ্রিনহাউসে। সেই হামলায় এক নারীসহ চারজনকে হত্যা করে তারা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ