Views Bangladesh Logo

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু

ভারত-চীনকে আরও সম্পৃক্ত করতে পারে ইউএনএইচসিআর: পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি মিয়ানমারে পাঠাতে ইউএনএইচসিআর ভারত ও চীনকে আরও বেশি সম্পৃক্ত করতে পারে।

তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত প্রায় শত বছরের পুরনো। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুম্বুল রিজভীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অবহিত করেন ইউএনএইচসিআর প্রতিনিধি রিজভী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করেন, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা বাড়াতে ছোট ছোট গ্রুপ গঠন করে তাদের জন্য বিভিন্ন ট্রেড প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

হাছান মাহমুদ বলেন, যখন তারা নিজ দেশে ফিরে যাবে তখন এই প্রশিক্ষণ তাদের পেশাগত ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।

এ ছাড়াও বৈঠক চলাকালে ভাসানচরে আরও রোহিঙ্গাদের স্থানান্তর এবং সেখানকার সুযোগ-সুবিধাসহ নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ