সংঘাত-সংকটে আক্রান্ত শিশুদের সহায়তায় ৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের তহবিল গড়বে ইউনিসেফ
আগামী বছর ১৪৬টি দেশের ১০ কোটি ৯০ লাখ শিশুর জীবন রক্ষায় ৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গড়বে ইউনিসেফ। এ লক্ষ্যে দাতা দেশগুলোর কাছে অনুদানের আবেদন জানিয়েছে জাতিসংঘের শিশুকল্যাণ, উন্নতি ও নিরাপত্তাবিষয়ক সংস্থাটি।
২০২৫ সালে দেশগুলোতে শিশুদের জীবনে একাধিক সংঘাত, জলবায়ু ধাক্কা, স্থানচ্যুতি এবং স্বাস্থ্য সংকটের প্রভাব পড়ার আশঙ্কা করছে ইউনিসেফ। সেসব শিশুদের জন্য মানবিক সহায়তা হিসেবে তহবিলের ব্যবহার করা হবে।
এর মধ্যে প্রয়োজনীয়তার শীর্ষে থাকা পাঁচটি দেশ হলো আফগানিস্তান, সুদান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ফিলিস্তিন এবং লেবানন।
ইউনিসেফের এ লক্ষ্যপূরণ এবং তহবিলের সময়মতো ব্যবহার ও পর্যাপ্ততা নিশ্চিতে দাতাদের অর্থায়ন গুরুত্বপূর্ণ।
ইউনিসেফের জরুরি আবেদনে বলা হয়েছে, ‘চলতি বছর বিশ্বজুড়ে সংঘাত বা অন্য মানবিক সংকটপূর্ণ দেশগুলোতে জন্ম নিয়েছে পাঁচ কোটি ৭৫ লাখেরও বেশি শিশু। চলমান ও অপ্রত্যাশিত এসব অস্থিরতায় মানবিক জরুরি অবস্থার তীক্ষ্ণ প্রান্তে রয়েছে দুই কোটি ১৩ লাখ শিশু। আগামী বছর সংখ্যাটি কমপক্ষে চার লাখ বাড়বে বলে ধারণা করা হচ্ছে’।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘শিশুদের মানবিক চাহিদার মাত্রা ঐতিহাসিকভাবে উচ্চপর্যায়ে রয়েছে, যেখানে প্রতিদিন আরও বেশি ও নতুন নতুন শিশু প্রভাবিত হচ্ছে’।
‘নমনীয় মানবিক এই তহবিলের সহায়তা সংকটে প্রভাবিত শিশুদের কল্যাণে আমাদের কাজের জন্য গুরুত্বপূর্ণ’- যোগ করেন তিনি।
চলতি বছর ইউনিসেফের মানবিক তহবিলে মাত্র চারটি দেশ আফগানিস্তান, ইথিওপিয়া, সিরিয়া এবং ইউক্রেনের জরুরি পরিস্থিতিতে ৫০ শতাংশেরও বেশি অবদান রেখেছে দাতারা। বাকি সহায়তা নিয়ে ১০৭টি দেশের ৪১২টি জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়েছে সংস্থাটি।
এর মধ্যে বুরকিনা ফাসো, লেবানন, উগান্ডা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মালি এবং মিয়ানমারের মতো দেশগুলোর মানবিক কার্যক্রমগুলো অনুদান পেয়েছে সবচেয়ে বেশি।
২০২৫ সালের জন্য ৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের আবেদন ১৪৬টি দেশে শিশুদের ক্রমবর্ধমান মানবিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে