Views Bangladesh Logo

ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন গণিত ভবনের বিপরীত পাশে একটি গাছ থেকে লাশটি নামান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বিষয়টি জনসাধারণের নজরে এলে বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শহীদ মিনার এলাকায় একজন রিকশাচালক ভিউজ বাংলাদেশকে বলেন, আমি ভোরে রিকশা নিয়ে বের হলে লাশটি আমার নজরে আসে। এরপর সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি গাছ থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট ও সাদা রঙের কোট। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশটি নিচে নামিয়ে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ ভিউজ বাংলাদেশকে বলেন, লাশটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তবে ওনার পরিচয় এখনো জানা হয়নি। ময়নাতদন্তের পরে আমরা মৃত্যুর কারণ জানাতে পারব।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি খালিদ মানসুর বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা লাশটি নামিয়ে এনে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। তবে লাশটি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা বহিরাগত বলেই ধারণা করছি।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার। বয়স আনুমানিক ৪৫ এর মতো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ