Views Bangladesh Logo

টিকিট ছাড়া পার্কে, কান ধরিয়ে শাস্তি দেয়া হলো ৫ শিশুকে

 VB  Desk

ভিবি ডেস্ক

রীয়তপুরে বিনা টিকিটে পার্কে প্রবেশ করায় পাঁচ শিশুকে দেড় ঘণ্টা কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে এবং পার্কের দর্শনার্থীদের কাছ থেকে ঘটনার ভিডিও পাওয়া যায়।

এ ঘটনায় অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিনের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চার শিশু গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের সামনে দাঁড়িয়ে আছে এবং ইউএনও তাদেরকে ধমক দিচ্ছেন। তবে তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুর কাছ থেকে পার্কে ঢোকার প্রবেশ মূল্য ৩০ টাকা নেয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে ইউএনও মো. মাইনউদ্দিন শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তার নজরে আসেনি। তবে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ