Views Bangladesh Logo

খেলার মাঠে চলছে নজিরবিহীন নৈরাজ্য!

দেশের ফুটবলে যখন রীতিমতো জোয়ার উঠেছে তখন মাঠে ঘটছে অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত ও সহিংস সব ঘটনা। খেলার মাঠে খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি, দর্শক-সমর্থকরা মিলে যে দাঙ্গা-হাঙ্গামার পরিবেশ তৈরি করছেন তাতে ইদানীং খেলার চেয়ে যেন ধুলোর পরিমাণটাই বেশি মনে হচ্ছে! দেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই লিগ-বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ নানান শৃঙ্খলা পরিপন্থি ঘটনা ঘটেছে। নজিরবিহীন এসব ঘটনা দেশের ফুটবলে নেতিবাচক এক আবহ তৈরি করছে।

সর্বশেষ গত ১১ মে পূর্বাচলের জলসিঁড়ি প্রকল্পের ফর্টিস মাঠে বিসিএলের ম্যাচে সাবেক ফিফা রেফারি জিএম চৌধুরী নয়ন মারধরের শিকার হন। ভিডিও ফুটেজে দেখা যায়, সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচে মাঠে প্রবেশ করে এই রেফারিকে বেধড়ক মারপিট করা হচ্ছে। অসহায় মার খাওয়া রেফারিকে বাঁচানোর চেষ্টা করেন তার সহকারীরা। এই ঘটনা নিয়ে ফুটবল অঙ্গনে হচ্ছে তুমুল সমালোচনা। পেনাল্টির সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় সিটি ক্লাবের কর্মকর্তারা রেফারির ওপর চড়াও হন। সিটি ক্লাবের দাবি, রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। যে কারণে ক্ষুব্ধ হয়ে উঠেন সিটি ক্লাবের কর্মকর্তারা। কথা হলো- রেফারি যদি ভুল সিদ্ধান্ত দিয়েই থাকেন তাহলে তো সেই ভুলের জন্য বিচারের ব্যবস্থা আছে। অতীতে অনেক রেফারি ভুল সিদ্ধান্ত দেয়ার কারণে কঠিন শাস্তি পেয়েছেন। এমন প্রমাণ রয়েছে; কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনি কাজ করলেন সিটি ক্লাবের কর্মকর্তারা।

এর আগে গত ৩০ এপ্রিল চ্যাম্পিয়নশিপ লিগেই পিডব্লিউডি ও ওয়ারী ক্লাবের ম্যাচেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন রেফারিরা। মাঠেই এক রেফারির হাত থেকে পতাকা কেড়ে নেয়ার ন্যক্কারজনক ঘটনাও ঘটে। একই লিগে পিডব্লিউডি ও ফরাশগঞ্জের ম্যাচেও পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির প্রতি চড়াও হয়েছেন ক্লাব কর্মকর্তা ও সমর্থকরা। শুধু তাই নয়, মাঠে অশোভন আচরণ, মারতে তেড়ে যাওয়া, বোতল ছুড়ে মারা, জুতা নিক্ষেপের ঘটনাও ঘটছে অহরহ। ম্যাচের পর ম্যাচে মারামারি-মাস্তানির দৃশ্য দেখে ফুটবলপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, খেলার মাঠে নজিরবিহীন এই অনাচার কেন?

বিপিএলের ম্যাচেও মাঠের পরিবেশ দেখা গেছে বেশ উত্তপ্ত। গত ১২ এপ্রিল বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচে ফুটবলার, স্টাফ ও দর্শকদের মধ্যে মারামারি ও হাতাহাতি হয়েছে। এই ঘটনার জেরে জরিমানার মুখে পড়েছে ক্লাব দুটি। গত ২৬ এপ্রিল কুমিল্লা ভাষাসৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের ম্যাচেও মারামারির ঘটনা ঘটেছে। একই ভেন্যুতে গত ২ মে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসি ম্যাচে এক সমর্থক অবৈধভাবে মাঠে প্রবেশ করে খেলোয়াড়কে ধাক্কা মারে এবং মারার জন্য তেড়ে যায়। বিপিএলের এসব ম্যাচে বিশৃঙ্খলার জন্য সংশ্লিষ্টদের শাস্তি দিয়েছে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি। বিসিএলের ম্যাচে যা ঘটেছে, এই ব্যাপারে বাফুফে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

বাফুফে ডিসিপ্লিনারি কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ভিউজ বাংলাদেশকে জানান, বিপিএল ও বিসিএলের বিভিন্ন ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ কমিশনারের রিপোর্ট অনুযায়ী ডিসিপ্লিনারি কমিটি ব্যবস্থা নিচ্ছে। শিগগিরই আপনারা জানতে পারবেন। শাস্তি হবেই। বাফুফে আরও কঠোর অবস্থানে যাবে। এ নিয়ে আলোচনা চলছে।

শুধু যে ফুটবল মাঠেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা কিন্তু নয়। জাতীয় কারাতে প্রতিযোগিতায়ও মারামারি-বিশৃঙ্খলা হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে হামলার শিকার হওয়া ব্যক্তিকে। গত ১১ মে তারিখেই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের শেষ দিন সংঘর্ষে জড়িয়ে পড়েন দলের কোচ, কর্মকর্তা ও সমর্থকরা। ভিডিওতে দেখা যায় তাদের মধ্যে কিল-ঘুষি ও লাথি চলছে সমানে। ওই ঘটনায় আহত হয়ে তিনজনকে হাসপাতালে যেতে হয়। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু এ ব্যাপারে ভিউজ বাংলাদেশকে বলেন, ‘দলের কোচ, ম্যানেজার ও দর্শকদের মধ্যে এই গণ্ডগোল হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। দ্রুতই সভা ডেকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।’

জানা যায়, মারধরের শিকার হওয়ায় ঝালকাঠি জেলার কোচ মাসুম কারাতে ফেডারেশনে অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়- ৬৭ কেজি ওজন শ্রেণির খেলা চলাকালীন সেনাবাহিনী দলের খেলোয়াড়রা রেফারিদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। এতে সাবেক জাতীয় কারাতে দলের খেলোয়াড় রেজাউল করিম মাসুম, সৈয়দ রোকনুজ্জামান রনি ও বিল্লাহ হোসেন গুরুতর আহত হন। খেলার মাঠে যে হারে সহিংসতা বাড়ছে তাতে উদ্বেগ দেখা দিয়েছে। সত্তর, আশি ও নব্বই দশকে খেলার মাঠের পরিবেশই যেন বারবার ফিরে আসছে ২০২৫ সালে! খেলার মাঠে অন্যায়, অবিচার, অনাচার, সহিংসতা সহসাই বন্ধ করা না গেলে দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি নিচের দিকেই নামতে থাকবে এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ